নয়াদিল্লি: ফের গৌতম আদানির (Gautam Adani) গ্রেফতারির দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আমেরিকায় আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সাংবাদিক বৈঠক ডেকে একই কথা বলেছিলেন তিনি। এবার সংসদের শীতকালীন অধিবেশনে আদানির গ্রেফতারির দাবিতে সরব হলেন রাহুল এবং কংগ্রেস (Congress)। একই সঙ্গে শাসকদলকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, আদানিকে সুরক্ষা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
আমেরিকার আদালতে আদানির নামে ২০০০ কোটি টাকার ঘুষের অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। তা নিয়ে রাহুল বলেন, “আপনাদের কি মনে হয়, আদানি অভিযোগ মেনে নেবেন? অবশ্যই অস্বীকার করবেন। কিন্তু কথাটা হল তাঁকে গ্রেফতার করতে হবে। সামান্য অভিযোগে শয়ে শয়ে মানুষ গ্রেফতার হচ্ছে। আদানির নামে আমেরিকায় হাজার হাজার কোটি টাকার অভিযোগ, তাঁর জেলে থাকা উচিত। এই সরকার তাঁকে সুরক্ষা দিচ্ছে।”
আরও পড়ুন: বুধবার ফের উত্তাল পার্লামেন্ট! মুলতুবি করতে বাধ্য হলেন স্পিকার
আদানি, তাঁর ভাইপো সাগর এবং আরও অনেকের বিরুদ্ধে ২০২৯ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল গত সপ্তাহে। আমেরিকায় তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করে। ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিও আদানিকে নির্দোষ বলে আখ্যা দেন। এ নিয়ে রোহতগিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘মোদানি ইকো সিস্টেম’ ড্যামেজ কন্ট্রোল করছে।
দেখুন অন্য খবর: