নয়াদিল্লি: আরজি কর (RG Kar Medical College) কাণ্ডে অবশেষে মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্ভয়া কাণ্ডের পর শাস্তি কঠোরতর করা সত্ত্বেও এই ধরনের অপরাধ কেন থামছে না, সে প্রশ্নও করেছেন রাহুল।
এক দীর্ঘ টুইট করে কংগ্রেস নেতা লেখেন, জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনায় হতবাক গোটা দেশ। যেভাবে তার বিরুদ্ধে সংঘটিত নৃশংস ও অমানবিক কর্মকাণ্ডে বিবরণ যেভাবে এক এক করে সামনে আসছে, তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: অসমের কলেজে ‘নারীবিদ্বেষী’ নির্দেশিকা!
নির্যাতিতা-মৃতাকে সুবিচার দিয়ে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের উপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিক্যাল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকে, তাহলে অভিভাবকরা কিসের ভিত্তিতে তাদের মেয়েকে বাইরে পড়তে পাঠাতে ভরসা রাখবেন? নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ?
হাথরস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা, প্রতিটি দল এবং প্রতিটি অংশকে গুরুতর আলোচনার জন্য একত্রিত হতে হবে এবং মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘটনার বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এই অসহনীয় দুর্ভোগে আমি নিহতের পরিবারের পাশে আছি। প্রতিটি পরিস্থিতিতে তাঁদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে।
দেখুন খবর: