ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশে ( Supreme Court) চাকরি খুইয়েছেন (Jobless) প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। এর মধ্যে রয়েছেন শিক্ষাকর্মীরাও। আদালতের নির্দেশের পরেই শিক্ষাজগতের চিত্রটাও যেন পালটে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্য সরকারের তরফে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার চাকরিহারাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে (President Draupadi Murmu)চিঠি দিলেন রাহুল।
চিঠির বয়ানে যোগ্য চাকরিপ্রার্থীরা যেন স্কুলগুলিতে কাজ চালিয়ে যেতে পারেন সেটি নিশ্চিত করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন রাহুল। সেইসঙ্গে সাংসদে মতে, যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া গুরুতর অপরাধ। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল।
আরও পড়ুন: ২০ হাজার শিক্ষার্থীর একযোগে সূর্য নমস্কার, নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে
চিঠিতে সাংসদ লেখেন, পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়া ত্রুটির কারণে আজ শিক্ষকদের চাকরি হারাতে হল। এই বিষয়ে আমি দেশের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছি ৷ তাঁর কাছে আমার আবেদন, যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে তিনি সরকারের কাছে আর্জি জানান যাতে তারা যথোপযুক্ত পদক্ষেপ নেয় ৷ রাহুলের আরও সংযোজন, “পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন এই বিষয়ে আপনাকে হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি।
রাহুল জানিয়েছেন, এই চাকরিহারা শিক্ষকদের একটি মঞ্চ (শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ) আমাকে এই বিষয়টি জানিয়েছে। তারা আপনার কাছে চিঠি লেখার জন্য আমায় অনুরোধও করেছেন।
I have written to the Honourable President of India, Smt. Droupadi Murmu ji, seeking her kind intervention in the matter of thousands of qualified school teachers in West Bengal who have lost their jobs following the judiciary’s cancellation of the teacher recruitment process.
— Rahul Gandhi (@RahulGandhi) April 8, 2025
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল রায় দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। ২৫ হাজার হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি খারিজের রায় দিয়েছে ৷ এক বছর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট।
তবে শীর্ষ আদালতের এই রায়দানের পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। উঠেছে যোগ্য-অযোগ্যদের প্রশ্ন।
দেখুন অন্য খবর: