নয়াদিল্লি: এবার যোগ্য চাকরিহারাদের হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরিহারা। ইতিমধ্যেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যোগ্যদের হয়ে ব্যাটন ধরলেন রাহুল গান্ধী। যোগ্যদের চাকরি হারানোর বিষয়ে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অনুরোধ করলেন রাহুল গান্ধী।
সুপ্রিম কোর্টের রায়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দিল্লি যান চাকরিহারা পাঁচ শিক্ষক। রাহুলের সঙ্গে দেখা করেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন রাহুল। রাষ্ট্রপতি যাতে তাঁদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন, সেই আবেদন জানাতেও রাহুলকে অনুরোধ করেছিলেন তাঁরা। সেইসময় রাহুল জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। সেই মতো এ বার রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন রাহুল। চিঠিতে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘আপনিও একসময়ে শিক্ষকতা করেছেন। চাকরিহারাদের সঙ্গে কী অন্যায় হয়েছে আপনি নিশ্চয়ই বুঝবেন।’
আরও পড়ুন: ‘আর পরীক্ষা দেব না, সুপ্রিম কোর্টে যাব’ নেতাজি ইন্ডোর থেকে বার্তা চাকরিহারাদের
২০১৬ এসএসসিতে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব না হওয়ায় পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই রাহুল গান্ধী চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন। রাহুল লিখেছেন, রায় বেরনোর পর থেকেই হতাশ চাকরিহারারা। কোনও আশার আলো দেখছে না। এই পরিস্থিতিতে আপনার হস্তক্ষেপ প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়ায় যে কোনও রকম দুর্নীতি ‘নিন্দনীয়’ বলেও চিঠিতে লিখেছেন রাহুল। কিন্তু যোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করাও মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছেন তিনি। এই শিক্ষকরা একদশক ধরে কাজ করছেন। তাদের চাকরি চলে যাওয়ায় বিপাকে ছাত্রছাত্রীরা।
অন্য খবর দেখুন
