Friday, July 18, 2025
HomeCurrent NewsMaharashtra Speaker Election: মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার পদে মনোনয়ন দেবেন্দ্র ঘনিষ্ঠ বিধায়ক রাহুলের

Maharashtra Speaker Election: মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার পদে মনোনয়ন দেবেন্দ্র ঘনিষ্ঠ বিধায়ক রাহুলের

Follow Us :

মুম্বই: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে মনোনয়পত্র জমা দিলেন কোলাবার বিজেপি বিধায়ক রাহুল নারভেকর। স্পিকার পদে নির্বাচন হবে রবিবার। শুক্রবার বিকেল পর্যন্ত আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি বলে বিধানসভা সূত্রের খবর। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় কোনও মনোনয়নপত্র জমা না পড়াই স্বাভাবিক সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে বসবেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল। তিনি প্রথমে শিবসেনা তারপর এনসিপি ঘুরে বর্তমানে বিজেপিতে থিতু হয়েছেন। তিনি প্রবীণ এনসিপি নেতা রামরাজে নায়েক নিম্বলকারের জামাই।

গত প্রায় একবছর ধরে মহারাষ্ট্র বিধানসভায় স্পিকারের পদ ফাঁকা হয়ে রয়েছে। কংগ্রেস নেতা নানা পাটোলে স্পিকার পদে ইস্তফা দেওয়ার পর থেকেই কাজ সামলাচ্ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। পাটোলে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি। মহারাষ্ট্রে সাম্প্রতিক ডামাডোলের মধ্যেই ডেপুটি স্পিকার একনাথ শিণ্ডে-সহ ১৬ জন শিবসেনা বিধায়কের সদস্যপদ খারিজের জন্য তাঁদের চিঠি দেন। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। শীর্ষ আদালত ১১ জুলাই পর্যন্ত ওই বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দেয়। ইতিমধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীস।

আরও পড়ুন: Solar Plant: স্কুল-অফিসে সৌর বিদ্যুতের ব্যবহারে জোর নবান্নের

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39