জয়পুর: আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী তথা বিজেপি বিধায়ক (BJP MLA) মদন দিলাওয়ার (Madan Dilawar)। তা নিয়ে নিন্দায় সরব হল কংগ্রেস (Congress), ভারতীয় আদিবাসী পার্টি (BAP) এবং বহু আদিবাসী সংগঠন।
কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?
ঘটনার শুরু ভারতীয় আদিবাসী পার্টির এক দাবি থেকে। এই সংগঠনের মন্তব্য ছিল আদিবাসীরা হিন্দু নয়। তা নিয়েই কোটার রামগঞ্জ মান্ডির বিধায়ক দিলাওয়ার বলেন, “আদিবাসীরা হিন্দু কি না তা তাদের পূর্বপুরুষদের থেকে জানতে চাওয়া হবে। যাঁরা জিনোলজি রেকর্ড করেন আমরা তাঁদের সঙ্গে পরামর্শ করব। যদি হিন্দু না হয় তাহলে আমরা ডিএনএ পরীক্ষা করে দেখব ওরা আদৌ ওদের বাবার সন্তান কি না।”
আরও পড়ুন: দেশে তিন নতুন আইন কার্যকরের বিরুদ্ধে আন্দোলন আইনজীবীদের
এই মন্তব্যে ক্ষুব্ধ ভারতীয় আদিবাসী পার্টির বাঁসওয়ারার সাংসদ রাজকুমার রোট (Rajkumar Roat) বিজেপি নেতার বিরুদ্ধে প্রচার চালানোর হুমকি দিয়েছেন। রাজকুমার জানিয়েছেন, আদিবাসীদের প্রত্যেককে বলা হবে তাঁরা যেন ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের রক্তের নমুনা দিলাওয়ার এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে (Bhajanlal Sharma) পাঠান। দিলাওয়ারকে ক্ষমা চাইতে হবে অথবা পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছেন লোকসভার সাংসদ।
রাজকুমার বলেন, “শিক্ষামন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন তা আদিবাসী সম্প্রদায়ের প্রতি অপমানজনক। তিনি বলতে চেয়েছেন, বংশ পরম্পরা প্রমাণ করতে আদিবাসী পার্টির সদস্যদের ডিএনএ পরীক্ষা করাতে হবে। এই ভিত্তিহীন মন্তব্য সারা দেশের আদিবাসীদের প্রতি চ্যালেঞ্জ এবং এর খেসারত দিতে হবে বিজেপিকে। যদি দিলাওয়ার ক্ষমা না চান অথবা পদত্যাগ না করেন আমরা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালাব, প্রতিটি বাড়ি থেকে ওঁকে রক্ত, চুল এবং নখের নমুনা পাঠাব।”
শিক্ষামন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছে কংগ্রেসও (Congress)। রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা (Govind Singh Dotasra) দিলাওয়ারকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলেছেন এবং এই মন্তব্যকে বোধবুদ্ধির অভাব বলে নিন্দা করেছেন। প্রতাপগড়ে দিলাওয়ারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানিয়েছে আদিবাসী যুব মোর্চা।
দেখুন অন্য খবর: