skip to content
Wednesday, January 22, 2025
Homeদেশ‘ডিপফেক’-এর শিকার বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা

‘ডিপফেক’-এর শিকার বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন ত্রাস ডিপফে‌ক ভিডিয়ো

Follow Us :

নয়াদিল্লি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নতুন ত্রাস ডিপফে‌ক ভিডিয়ো (Deepfake Video)। গত নভেম্বর মাসে ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন রশ্মিকা মন্দনা, ক্যাটরিনা কইফ, কাজল ও আলিয়া ভট্ট। এমনকি প্রিয়াঙ্কার চোপড়াও এই ডিপফে‌ক প্রযুক্তির থেকে বাদ যায়নি। এবার ‘ডিপফেক’-এর শিকার হলেন বর্ষীয়ান শিল্পপতি এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata)। তাঁর ভুয়ো ভিডিয়ো (False Video) তৈরি করে লোক ঠকানোর কারবার চলছে বলে অভিযোগ। যদিও তিনি নিজেই সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন।

সম্প্রতি ভিডিয়োটি শেয়ার করে রতন টাটা প্রতারণা চক্র ফাঁস করেছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, টাটা কোনও একটি বিশেষ বিনিয়োগের কথা বলছেন। সেখানে বিনিয়োগ করলে নাকি লাভ হবেই। শুধু তাই নয়, ১০০ শতাংশ নিশ্চয়তাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েক জন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামের এক ব্যবহারকারী। এরপরই রতন টাটা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যা। ডিপফে‌ক প্রযুক্তিতে তাঁর মুখ বসিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির জন্যই তাঁকে ‘ব্যবহার’ করে এই প্রতারণা বলে অভিযোগ।

আরও পড়ুন: ভারতে প্রবেশ চিনা নিউমোনিয়ার, রিপোর্ট পজিটিভ ৭ শিশুর

উল্লেখ্য, ‘ডিপফেক’ মানে সোশ্যাল মিডিয়ায় পাওয়া ছবি ও ভিডিওগুলিকে কাজে লাগিয়ে মিথ্যা, নকল ভিডিও তৈরি করা হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিজিটাল ম্যানিপুলেশন করা হয়। সম্প্রতি, কিছু বলিউড অভিনেতাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর থেকে প্রযুক্তি ও সম্পদের বিষয়বস্তু ও কাঠামো পরিবর্তন করে ডিপফেক ভিডিও তৈরির ব্যাপারে সরকার সতর্ক হয়ে উঠেছে। এছাড়াও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular