মুম্বই: বোমারু হামলার হুমকি পেল এবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রার (Sanjay Malhotra) অফিসিয়াল ইমেল আইডি-তে ১২ ডিসেম্বর রাশিয়ান ভাষায় এক মেল আসে। এই ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই।
মুম্বই পুলিশের এক আধিকারি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইয়ে একটি হুমকি এসেছে। হুমকি দেওয়া হয়েছে রাশিয়ান ভাষায়, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মাতা রামাবাই মার্গ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।”
আরও পড়ুন: লোকসভায় আজ থেকে সংবিধান নিয়ে আলোচনা
সূত্রের খবর, ভিপিএন (Virtual Private Network) ব্যবহার করে হুমকি মেল পাঠানো হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেস সন্ধানের চেষ্টাও চলছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মলহোত্রা। তাঁর আগে ছয় বছর ধরে এই পদে ছিলেন শক্তিকান্ত দাস। রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার মলহোত্রকে গভর্নর হিসেবে বেছে নিয়েছে মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এই কমিটির প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, গত মাসে মুম্বইয়ে আরবিআই-এর কাস্টমার কেয়ার সেন্টারে হুমকি ফোন আসে। নিজেকে পাকিস্তান-স্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ হিসেবে পরিচয় এক ব্যক্তি ফোন করে বলে, অফিসের পিছনের রাস্তা ব্লক করতে কারণ একটি বিদ্যুৎচালিত গাড়ি ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ খবর যায় মুম্বই পুলিশের কাছে। তারা তন্নতন্ন করে খুঁজেও ওই তল্লাটে কোনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।
দেখুন অন্য খবর: