skip to content
Thursday, May 1, 2025
Homeদেশআনলকিংয়ের শুরুতেই রেকর্ড

আনলকিংয়ের শুরুতেই রেকর্ড

Follow Us :

৫১ দিন লকডাউনের পর কেরলে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। আনলকিংয়ের শুরুতেই খুলল মদের দোকান। বৃহস্পতিবার মদের দোকান ও বারগুলির বাইরে লাইন ছিল চোখে পড়ার মতো। প্রায় ৫২ দিন পর দোকান খুলতেই ভিড় জমালেন সুরাপ্রেমীরা। আনলকিংয়ের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার কেরলে মদ বিক্রি হল ৭২ কোটি টাকার।

Read moreদেড় মাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা এইমস প্রধানের

কোনও কোনও জায়গায় লাইন কয়েকশো মিটার পেরিয়ে যায়। নিয়মের কোনও হেরফের নেই। রীতিমতো ‘ডবল’ মাস্ক পরে, স্যানিটাইজার সঙ্গে নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, ধৈর্য ধরে লাইন দিয়ে মদ কিনলেন তাঁরা। তারপর বোতল হাতে পেয়ে খুশী দেখে কে!  ভাবটা যেন যুদ্ধ জয় করে ফেলেছেন।

এক সুরাপ্রেমী একগাল হেসে বললেন, আমার কাছে স্টক ছিল না।    আজ আমি যেন নতুন শক্তি পাচ্ছি।  অন্য এক সুরাপ্রেমী তো বলেই দিলেন তাঁরা এমনকিছু করবেন না, যাতে অস্বস্তিতে পড়তে হয় পিনারাই সরকারকে। তবে অনেকেই চাইছেন, সপ্তাহে সাত দিনই খোলা থাক মদের দোকান। বিবেচনা করুন কর্তৃপক্ষ।

Read moreউল্টে গেল বিদেশি মদ ভর্তি গাড়ি

সুত্রের খবর সেদিন BevCo ও Cosumer fed মিলিয়ে মোট ৭২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সুরাপ্রেমীরাই শুধু নন, আনলকিংয় শুরু হওয়ায় খুশি আমজনতা। করোনার রক্তচক্ষু উপেক্ষা করতে পারার খুশিই কি কম।

RELATED ARTICLES

Most Popular