নয়াদিল্লি: বিজেপি-র (BJP) প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Snriti Irani) নিয়ে অসম্মানজনক মন্তব্য না করার আর্জি জানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু স্মৃতিই নয়, কোনও নেতা সম্পর্কেই অপমানজনক ভাষা ব্যবহার করার পক্ষপাতী নন লোকসভার বিরোধী দলনেতা।
অমেঠি (Amethi) লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে রাহুলকে হারিয়েছিলেন এই স্মৃতি ইরানিই। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার (Kishori Lal Sharma) কাছে ১.৬৫ লক্ষের বিশাল ব্যবধানে হেরে যান। তারপর কেটে গিয়েছে এক মাসেরও বেশি। আজ শুক্রবার হঠাৎই বিরোধী দলের নেত্রীকে নিয়ে টুইট করলেন রাহুল।
আরও পড়ুন: কেজরির জামিন নিয়ে দিল্লিতে আপ-বিজেপি বাগযুদ্ধ
লোকসভার বিরোধী দলনেতা লিখলেন, জীবনে জেতা হারা লেগেই থাকে। আমি সবাইকে আর্জি জানাচ্ছি, শ্রীমতি স্মৃতি ইরানি অথবা কোনও নেতাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন। মানুষকে অপমান করা, অপদস্থ করা দুর্বলতার পরিচয়, শক্তির নয়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) হারের পর স্মৃতি বলেছিলেন, আমি বিজেপি দলের সমস্ত কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে নির্বাচনী এলাকা এবং দলের সেবায় কাজ করেছেন… আজ, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে কৃতজ্ঞ যে তাঁদের সরকার ৩০ বছরের অমীমাংসিত কাজ মাত্র ৫ বছরে শেষ করেছে। যাঁরা বিজয়ী তাঁদের আমি অভিনন্দন জানাই। অমেঠির মানুষের সেবায় আমি অবিরত থাকব।
দেখুন অন্য খবর: