Placeholder canvas
Homeদেশবাঘে ছুঁলে ১৮ ঘা, কুকুর ছুঁলে কত?

বাঘে ছুঁলে ১৮ ঘা, কুকুর ছুঁলে কত?

চন্ডীগড়: পথ কুকুরের কামড়াল দায় নিতে হবে সরকার। দিতে হবে কমপক্ষে ১০ হাজার ক্ষতিপূরণ। নজিরবিহীন নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে এই নির্দেশ কার্যকর হবে। জানাগিয়েছে, ১৯৩ টি মামলা নিষ্পত্তি সূত্রে এই নির্দেশ।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টর পর্যবেক্ষণ, কেউ পথ কুকুরের দ্বারা আক্রান্ত হলে, তাঁর দেহে ক’টি কুকুরের দাঁতের ক’টি চিহ্ন রয়েছে তার উপর ভিত্তি করেই দিতে হবে ক্ষতিপূরণ। যার নূন্যতম মূল্য দশ হাজার টাকা। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির দেহে কুকুর দাঁতের একটি চিহ্ন থাকলে তাঁকে দশ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির দেহে যদি ০.২ সেন্টমিটার ক্ষত হয় কুকুরের কামড়ের ফলে তবে সরকারকে দিতে হবে ২০ হাজার টাকা।

আরও পড়ুন: প্রতিবেশীকে বাড়িতে ডেকে যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা

আদালত বলেছে, এই ধরনের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের সভাপতিত্বে কমিটি গঠন করতে হবে। ক্ষতিপূরণ পাওয়ার আবেদন পদ্ধতি সহজ করার লক্ষ্যে কমিটি গড়ে দিয়েছে আদালত। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার স্বার্থে তৈরি হয়েছে গাইডলাইন।

দেখুন আরও খবর:

জেলা Bulletin | বাড়ি থেকেই এবার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

RELATED ARTICLES

Most Popular

Recent Comments