মিরাট: বিরিয়ানির ঠেলাতে ভাঙচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে এফআইআর করল উত্তরপ্রদেশ পুলিস। শনিবার উত্তরপ্রদেশের মিরাটের সারদানা থানা এলাকার ঘটনা। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সঙ্গীত সোম সেনার উত্তরপ্রদেশ সভাপতি শচীন খটিক ও সমর্থকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক শান্তি নষ্টের অভিযোগে সারদানা পুলিস মামলা করেছে। বিরিয়ানির গাড়িতে ভাঙচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিস সূত্রের দাবি।
স্থানীয়দের দাবি, প্রাক্তন বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের সমর্থকরা নবরাত্রি উৎসবে সারদানায় মাংস এবং আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। সারদানা থানার আইসি লক্ষ্মণ ভার্মা বলেন, “আমরা খটিক এবং অন্যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কারণ, তারা সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার চেষ্টা করেছিল। ব্যবসায়ী ঠেলাতে করে ভেজ বিরিয়ানি বিক্রি করছিলেন। কিন্তু খটিক এবং তাঁর সমর্থকরা মাটন বিরিয়ানি বলে দাবি করে ভাঙচুর চালায়। তবে, নন-ভেজ বিরিয়ানি হয়ে থাকলেও ঠেলা ভাঙচুর করাটা অপরাধ। কারণ, মাটন বা চিকেন বিরিয়ানি বিক্রি নিষিদ্ধ নয় সারদানায়।”
সারদানা হল বিশাল মুসলিম জনসংখ্যার একটি শহর। নবরাত্রি উৎসবের আগে, শহরের মাংস বিক্রেতাদের বলে দেওয়া হয় যে, উৎসব চলাকালীন মাটন এবং মুরগির মাংস বিক্রি বন্ধ রাখা হচ্ছে। পুলিস সূত্রের দাবি, খটিক এবং তার সমর্থকরা শনিবার শহর ঘুরে দেখেন কোথাও তাঁদের নির্দেশ অমান্য করে মাটন এবং মুরগির মাংস বিক্রি হচ্ছে কিনা। এই অভিযানের সময় ভেজ বিরিয়ানি বিক্রির ঠেলাতে ভাঙচুর চালায়।
আরও পড়ুন-Alia University: তৃণমূলকে অস্বস্তিতে ফেলার চক্রান্ত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বললেন কুণাল ঘোষ
ঠেলা মালিক সাজিদের অভিযোগ, খটিক ও তাঁর সমর্থকরা তাঁর থেকে টাকাও লুট করেছে। তিনি বলেন, “আমাকে পুলিস নির্দেশ দিয়েছে নবরাত্রির সময় মাটন বা চিকেন বিরিয়ানি বিক্রি না করতে। সেজন্য ভেজ বিরিয়ানি তৈরি করে রেখেছিলাম। বিকেলে সঙ্গীত সোম সেনার সদস্যরা আমার গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং ভাঙচুর করে। তারা আমার কাছে থাকা নগদ টাকাও লুট করেছে।”