গান্ধীনগর: শেষ হতে চলেছে ২০২৪। বছরের শেষে ফের রেল দুর্ঘটনা। তবে কোনও হতাহতের খবর নেই। লাইনচ্যুত (Derailed) সৌরাষ্ট্র এক্সপ্রেস (Saurashtra Express)। গুজরাতের (Gujrat) সুরাটের (Surat) কাছে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত লুপ লাইন থাকায় এই রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন সুরাট থেকে ২৭ কিলোমিটার দূরে দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস মঙ্গলবার কিম স্টেশনের (Kim station) কাছে লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: স্থিতিশীল কাম্বলি, কৃতজ্ঞতা জানালেন চিকিৎসককে
ওয়েস্টার্ন রেলওয়ের চিফ পিআরও বিনীত অভিষেক জানান, ট্রেনটি নাম্বার ১৯০১৫। পোরবন্দর যাওয়ার পথে স্টেশন ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনের পাশের নন-প্যাসেঞ্জার কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়।
কোনও যাত্রী বা রেল কর্মীদের কোনও আঘাত বা ক্ষতি হয়নি। সবাই সুস্থ ও সুরক্ষিত আছে। ট্রেন যাত্রায় এর কোনও প্রভাব পড়েনি। ওই লাইনে স্বাভাবিক আছে ট্রেন চলাচল।
দেখুন অন্য খবর-