নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের (Arvinda Kejriwal) জামিনে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) স্থগিতাদেশে কোনওরকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে অন্তত মঙ্গলবার পর্যন্ত তিহাড় জেলেই (Tihar Jail) থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্ট এখনও তার সম্পূর্ণ রায় দেয়নি। তার আগে নাক গলানো উচিত হবে না। দিল্লি হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দিলে সেই রায় খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে। উচ্চ আদালতের এই রায় জানানোর কথা মঙ্গলবার (২৫ জুন)। কেজরিওয়ালের আবেদনের পরবর্তী শুনানির দিন তাই বুধবার (২৬ জুন) ধার্য করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: বিরোধীদের উপেক্ষা করে প্রোটেম স্পিকার পদে শপথ ভর্তৃহরির
তবে কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের পদক্ষেপ ‘অস্বাভাবিক’, তা স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টি’র ডিভিশন বেঞ্চে এদিন শুনানি হয়। বিচারপতি মনোজ মিশ্র বলেন, সাধারণত স্থগিতাদেশের ক্ষেত্রে তৎক্ষণাৎ রায় দেওয়া হয়, বিলম্বিত হয় না। এটা একটু অস্বাভাবিক, যাই হোক, আমরা পরশু দেখব বিষয়টি।
দিল্লি সরকারের আবগারি নীতির পরিপ্রেক্ষিতে ২১ মার্চ কেজরিওয়াল গ্রেফতার হন। ওই নীতিতে ইচ্ছাকৃতভাবে এমন কিছু ফাঁক রাখা হয়, যার ফলে বেশ কিছু মদ বিক্রেতা বিপুল লাভ করতে সক্ষম হন। ওই মদ বিক্রেতাদের কাছ থেকে পাওয়া অর্থে গোয়া বিধানসভা নির্বাচনের খরচ আপ তুলেছে বলে এনফোর্সমেন্ট ডিরেকটরেটের অভিযোগ।
দেখুন খবর: