কলকাতা: প্রধান শিক্ষিকার চাকরি ছেড়ে দিয়ে আমেরিকায় (USA) চলে গিয়েছেন, সে দেশে থাকছেন আট বছর। অথচ এখনও মাসিক বেতন পেয়ে যাচ্ছেন তিনি। এমনটাই অভিযোগ করেছেন সেই স্কুলের কিছু অভিভাবক এবং শিক্ষাকর্মী। এই চাঞ্চল্যকর ঘটনা গুজরাতের (Gujarat) বনষ্কান্তা জেলার।
আম্বাজি এলাকার পাঞ্চা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন ভাবনাবেন প্যাটেল (Bhavnaben Patel)। ২০১৩ সাল থেকে শিকাগোর (Chicago) স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন তিনি, রয়েছে গ্রিন কার্ডও। এত বছরের অনুপস্থিতি সত্ত্বেও নাকি বেতন পেয়ে চলেছেন ভাবনা। এমনকী স্কুলের রস্টারেও নাকি তাঁর নাম রয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জামিন পেলেন মণীশ সিসোদিয়া
জানা গিয়েছে, প্রতি বছর দীপাবলির সময় দেশে আসেন ভাবনা। তবে সে সময় স্কুল ছুটি থাকে। ফলে স্কুলে যাওয়া কিংবা পড়ুয়ারদের সঙ্গে যোগাযোগটুকুও করতে পারেন না। এ নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকদের জানালেও তাতে ফল হয়নি।
বর্তমানে স্কুলটির দায়িত্বে থাকা শিক্ষিকা পারুলবেনও জানিয়েছিলেন যে ভাবনা ২০১৩ সাল থেকে মার্কিন মুলুকে রয়েছেন। শিক্ষা দফতরের আধিকারিকদের জানিয়েওছিলেন তিনি। পড়ুয়ারাও বলছে, তারা শেষ দুই বছর ধরে প্রধান শিক্ষিকাকে দেখেনি।
এদিকে প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিক বলছেন, ভাবনাবেন প্যাটেল ২০২৩ সালের জানুয়ারি মাসে শেষবার স্কুলে গিয়েছিলেন। ২০২৪ সালের গোড়া থেকে তিনি বেতন-বিহীন ছুটিতে আছেন। ভাবনাকে শো-কজ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
দেখুন অন্য খবর: