Tuesday, July 8, 2025
Homeদেশভারী বৃষ্টির জেরে সপ্তাহের প্রথম ২ দিন তামিলনাড়ুতে বন্ধ স্কুল

ভারী বৃষ্টির জেরে সপ্তাহের প্রথম ২ দিন তামিলনাড়ুতে বন্ধ স্কুল

Follow Us :

চেন্নাই : চেন্নাইয়ে শনিবার রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। যে কারণে চেন্নাই সরকারের তরফে সোমবার ও মঙ্গলবার, চেন্নাই সহ কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গালপট্টু জেলার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০১৫ সালের পর ফের গত শনিবার চেন্নাইয়ে এত বৃষ্টিপাত হল। 

অবিরাম বৃষ্টির কারণে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ৪টি জেলা কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গালপট্টু ও চেন্নাইয়ে ৮ ও ৯ নভেম্বর স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পুন্দি, চেম্বারমোবাক্কম, পুয়োল জলাধার থেকে জল ছাড়ার ফলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বহু জায়গা জলমগ্ন থাকায় শুরু হয়েছে উদ্ধার কাজ। তামিলনাড়ুর রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে যে, ৪টি বিপর্যয় মোকাবিলার বাহিনী জরুরি পরিস্থিতিতে এই উদ্ধার কাজ চালাবে। এরই মধ্যে চেঙ্গলপট্টু ও তিরুভাল্লুতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে দলকে মোতায়েন করা হয়েছে। সাইদাপেট, ভেলাচেরি, আদমবাক্কাম, মাদিপাক্কাম এবং পশ্চিম মাম্বালামে জলের স্তর ২ থেকে ৩ ফুট বেড়ে গেছে। সেখাকার সাবওয়েগুলি প্রায় জলে ডুবে গেছে। অনেক বাড়িতে জল ঢুকেছে। সেই সব বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্টালিন বন্যা বিপর্যস্ত পেরাম্বুর ব্যারাক রোড, অটেরি ব্রিজ এবং পাডি প্রভৃতি স্থান গুলি পরিদর্শনে যান। 

স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান এবং গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কমিশনার গগনদীপ সিং বেদি চেন্নাইয়ের প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। সেখানকার রাস্তা ও আবাসিক এলাকা থেকে কিভাবে আরও তাড়াতাড়ি জল নিষ্কাশন করা যায়, সেই বিষয়টিও খতিয়ে দেখেন। আইএমডি’র তরফে জানানো হয়েছে, শনিবার রাতে চেন্নাইয়ে ১০ সেমি এবং  শহরতলিতে শনিবার রাত থেকে ২৩ সেমি বৃষ্টিপাত হয়েছে। সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39