skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollমহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগ, কংগ্রেসের হাতে ক’টি  
Maharashtra Assembly Elections

মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগ, কংগ্রেসের হাতে ক’টি  

শরদ পওয়ারের এনসিপির ভাগে পড়েছে ৮৪টি আসন

Follow Us :

কলকাতা: মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজিয়ে ফেলল মহাবিকাশ আগাড়ি তথা ইন্ডিয়া জোট। আসনের ভাগ-বাঁটোয়ারা নিয়ে শুক্রবার মুম্বই শহরে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা, কংগ্রেস (Congress) এবং শরদ গোষ্ঠীর এনসিপি-র শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠক চলে। প্রাথমিকভাবে শুধুমাত্র ১৩০টি আসন নিয়ে রফা হয়েছিল। মুম্বইয়ের কয়েকটি আসন নিয়েও সিদ্ধান্তে আসা যাচ্ছিল না। তবে শুক্রবার রাতেই রফাসূত্রে আসা গিয়েছে।

রাজ্যের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে শিবসেনার উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠী লড়বে ১০০টি আসনে। কংগ্রেসও ১০০টি আসনে লড়বে বলে জানা গিয়েছে। শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপির ভাগে পড়েছে ৮৪টি আসন। অন্যান্যদের জন্য বাকি চারটি ছেড়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: তিরুপতি লাড্ডুতে বিফ ট্যালো! বস্তুটি আসলে কী?

২০২৪ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে দারুণ ফল করেছিল ইন্ডিয়া (INDIA) জোট। সবথেকে বেশি ১৩টি আসন জিতেছিল কংগ্রেস। তাই বিধানসভা নির্বাচনে গ্র্যান্ড ওল্ড পার্টির তরফে বেশি সংখ্যায় প্রতিনিধি থাকবে তা প্রত্যাশিত ছিলই। লোকসভায় ৯টি আসন জেতা উদ্ধবের শিবসেনাও ১০০টি আসনে প্রার্থী দিতে চলেছে।

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular