কলকাতা: কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় শিহরিত গোটা দেশ। এবার এক হাসপাতালের ধর্ষণের ঘটনা সামনে এল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের (Moradabad) এক বেসরকারি হাসপাতালে ২০ বছর বয়সি দলিত নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে।
নার্সের পিতার অভিযোগ অনুযায়ী এই কাণ্ড ঘটেছে ১৭ অগাস্ট থেকে ১৮ অগাস্টের মাঝের রাতে। অভিযোগে বলা হয়েছে, ১৭ অগাস্ট সন্ধে ৭টায় ডিউটিতে আসেন তরুণী নার্স। এরপর গভীর রাতে তাঁকে ডাঃ শাহনাওয়াজের সঙ্গে তাঁর ঘরে দেখা করতে বলেন মেহনাজ নামের আর এক নার্স।
আরও পড়ুন: আরজি কর তদন্তে CBI-এর কাছে স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
কিন্তু তাতে রাজি না হলে মেহনাজ এবং জুনেইদ নামে এক ওয়ার্ড বয় জোর করে শাহনাওয়াজের ঘরে নিয়ে যায় এবং দরজা বাইরে থেকে আটকে দেয়। এদিকে শাহনাওয়াজ ভিতর থেকে দরজা আটকে দলিত নার্সকে ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি যাতে না হয় তার জন্য প্রাণে মারার হুমকি দেয় ওই চিকিৎসক, গালাগাল দেয় জাত তুলে।
নার্সের পিতা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারা এবং এসসি-এসটি আইনের ধারায় এফআইআর দায়ের করেছে মোরাদাবাদ পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন নার্সের পিতা।
তিনি এও জানান, তাঁর মেয়ে ১০ মাস ধরে স্নাতক স্তরে পড়াশোনা করছে এবং স্থানীয় হাসপাতালটিতে নার্সের কাজ করছে। হাসপাতাল থেকে শুধুমাত্র যাতায়াতের খরচ দেওয়া হয়, কোনও বেতন দেওয়া হয় না।
দেখুন অন্য খবর: