মুম্বই: ছয় দশক ধরে মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় রাজনীতির বড় ব্যক্তিত্ব শরদ পওয়ার (Sharad Pawar)। তবে আর বেশিদিন হয়তো সক্রিয় রাজনীতির আঙিনায় বেশিদিন দেখা যাবে না তাঁকে। ৮৩ বছরের পওয়ার অবসরের ইঙ্গিত দিলেন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনই (Maharashtra Assembly Elections) তাঁর শেষ। এরপরে তরুণ প্রজন্মকে তৈরি করবেন, নিজে ভোটের লড়াইয়ে থাকবেন না।
বারামতিতে তুতো নাতি যুগেন্দ্র পওয়ারের (Yugendra Pawar) সমর্থনে প্রচার করতে গিয়ে সিনিয়র পওয়ার বললেন, “আমি এখন ক্ষমতায় নেই, অবশ্যই রাজ্যসভায় আছি। এখনও দেড় বছর বাকি বাকি আছে। দেড় বছর পরে আমায় ভাবতে হবে যে রাজ্যসভায় যাব কি না। লোকসভা নির্বাচনে লড়ব না, কোনও নির্বাচনেই লড়ব না আমি।”
আরও পড়ুন: সংসদের শীতকালীন অধিবেশন শুরু ২৫ নভেম্বর
নির্বাচনী ময়দানে ৫৭ বছরের কেরিয়ারে অপরাজিত এনসিপি (NCP) সুপ্রিমো। ১৯৬৭ সালে বারামতি থেকে বিধায়ক হয়েছিলেন। তারপর থেকে কখনও হারেননি। এহেন রাজনৈতিক নেতা সক্রিয় রাজনীতি থেকে খুব বেশি দূরে থাকতে পারেন না। তিনি জানিয়েছেন, মানুষের জন্য কাজ তিনি করে যাবেন।
জনগণের প্রতি পওয়ারের বার্তা, “আমি ১৪ বার ভোটে দাঁড়িয়েছি, আপনারা একবারও আমায় বাড়ি পাঠাননি। প্রত্যেকবার নির্বাচিত করেছেন। কিন্তু আমাকে কোথাও থামতে হবে… আমাকে নতুন প্রজন্মকে সামনে আনতে হবে। এই নীতি নিয়েই কাজ করছি। এর মানে এই নয় আমি সমাজসেবা ছেড়ে দেব। কিন্তু আমি ক্ষমতা চাই না। মানুষের সেবা করে যাব এবং তাদের কাজ করে যাব।”
দেখুন অন্য খবর: