নয়াদিল্লি: ব্রিটেনে (United Kingdom) ভোটে জিতে ক্ষমতায় এসেছে লেবার পার্টি (Labour Party)। ঋষি সুনক (Rishi Sunak) এবং তাঁর কনজারভেটিভ পার্টি বিদায় নিয়েছে। লেবার পার্টির সাংসদরা ৪০০-র বেশি আসনে জয়লাভ করেছেন এবং তার পরেই কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) প্রতি ছোট্ট করে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।
লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ একাধিক বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল ‘অবকি বার ৪০০ পার’ স্লোগান। তা নিয়েই কটাক্ষ থারুরের। টুইট করে তিনি লিখেছেন, শেষ পর্যন্ত ‘অবকি বার ৪০০ পার’ ঘটল, কিন্তু অন্য দেশে।
আরও পড়ুন: আমি শোকাহত, আড়াল থেকে বললেন ‘ভোলেবাবা’
Finally “ab ki baar 400 paar” happened — but in another country! pic.twitter.com/17CpIp9QRl
— Shashi Tharoor (@ShashiTharoor) July 5, 2024
৪০০ পারের স্লোগান দিলেও তার ধারেকাছে যেতে পারেনি বিজেপি (BJP)। এমনকী এনডিএ (NDA) জোট সবমিলিয়ে ২৯৩টি আসন জিতে সরকার গঠন করে। বিজেপি জেতে ২৪০টি অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা, সরকার গড়তে ভরসা করতে হয়েছে জোটসঙ্গীদের উপর। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছে।
ব্রিটেনের নির্বাচনে ১৪ বছর পর ক্ষমতায় এসেছে লেবার পার্টি। হাউস অফ কমনস-এর ৬৫০ আসনের মধ্যে ৪১২টি জিতেছে তারা, পেয়েছে ৩৩.৭ শতাংশ ভোট। অন্যদিকে ঋষি সুনকের কনজারভেটিভ দল জিতেছে ১২১টি আসন, ভোট পেয়েছে ২৩.৭ শতাংশ।
দেখুন অন্য খবর: