Tuesday, July 8, 2025
HomeCurrent NewsSidhu Moosewala: পঞ্জাবে সিধু মুসেওয়ালা খুনে গ্রেফতার আরও এক শার্প শুটার

Sidhu Moosewala: পঞ্জাবে সিধু মুসেওয়ালা খুনে গ্রেফতার আরও এক শার্প শুটার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় এক শার্প শুটারকে গ্রেফতার করল পুলিস। ভাতিন্দার বাসিন্দা হরকমল রানু নামে ওই যুবককে পঞ্জাব পুলিস পাকড়াও করেছে। যদিও রানুর পরিবারের দাবি, তারাই তাকে পুলিসের হাতে তুলে দিয়েছে।

যে ৮ জনের বিরুদ্ধে সিধুকে গুলি করার অভিযোগ উঠেছে, রানু তাদের মধ্যে অন্যতম। হরকমলের দাদু গুরুচরণ সিং বলেন, পুলিসের হাত তুলে দেওয়ার আগে ওর সঙ্গে আমি কথা বলেছি। সে অবশ্য এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইন্টারপোল গোল্ডি ব্রার ওরফে সতিন্দারজিত সিংয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে। মুসেওয়ালার হত্যাকাণ্ডে সেই জড়িত বলে গোল্ডি আগেই দাবি করেছে। সে বর্তমানে কানাডার বাসিন্দা।

২০১৭ সালে গোল্ডি কানাডায় পাড়ি দেয়। সে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর অন্যতম সক্রিয় সদস্য বলে পঞ্জাব পুলিসের দাবি। পুলিস জানিয়েছে, মুসেওয়ালা খুনের ঘটনায় এ পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাব বিধানসভা ভোটে মুসেওয়ালা কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি হেরে যান। গত ২৯ মে তাঁর নিজের জেলা মানসাতেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হন এই পঞ্জাবি সংগীতশিল্পী। নিজেই গাড়ি চালাচ্ছিলেন মুসেওয়ালা। গাড়িতে থাকা তাঁর দুই সঙ্গীও গুলিতে গুরুতর জখম হন। পুলিস তদন্তে নেমে তাঁর গাড়ির কাছ থেকে প্রায় ৩০টি ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করে। ঘটনার আগের দিনই পঞ্জাব সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল।

আরও পড়ুন: Mamata Banerjee: উচ্চমাধ্যমিকের ফলে খুশি, মমতার শুভেচ্ছাবার্তা কৃতী ছাত্রছাত্রীদের

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39