নয়াদিল্লি: অসুস্থ সিপিএমের (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। জানা যাচ্ছে, প্রচণ্ড জ্বর নিয়ে সোমবার সন্ধ্যায় প্রথমে দিল্লির (Delhi) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences)-এর জরুরি বিভাগে ভর্তি করা হয় বর্ষীয়ান সিপিএম নেতাকে। পরে তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন AIIMS-এর চিকিৎসকরা।
আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে চিন্তিত সরকার, তৈরি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক
হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই ইয়েচুরির ছানি অপারেশন হয়। তার রুটিন চেকআপের জন্য সোমবার সন্ধ্যায় দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেসময় তাঁর প্রচণ্ড জ্বর দেখে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেন। তারপরেই তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এখন অনেকটাই ভালো আছেন বলেই জানা যাচ্ছে।
আরও খবর দেখুন