চণ্ডীগড়: রাজ্যে মাদক বন্ধ ও বন্ধের অভিযানে পুলিশের ভূয়সী প্রশংসা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি৷ তারপরই অতিরিক্ত মাদক সেবনের কারণে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়৷ শুক্রবার পঞ্জাবের তরন তারানের ফতেহাবাদ গ্রামের ঘটনা৷ খান্দুর সাহিব বিধানসভার ওই গ্রামের শ্মাশানঘাটে গণদীপের দেহ উদ্ধার হয়৷ মৃতের বাবা রাম লুভায়া একজন ঠিকা শ্রমিক৷ তিনি পুলিশের বিরুদ্ধে মাদকবিরোধী কাজ না করার অভিযোগ করেছেন৷
রাম লুভায়া বলেন, ‘আমাদের এলাকায় অনেক নেশাড়ু ও মাদক চোরাকারবারী রয়েছে। এ বিষয়ে আমরা প্রায়ই থানায় অভিযোগ জানাতে যাই। কিন্তু আমাদের কথা শোনে না পুলিশ৷ এখানে হাতের কাছে নেশার দ্রব্য পাওয়া যায়৷ আমার ছেলের মৃত্যুর জন্য এটাই অন্যতম কারণ৷ তাই, আমি পঞ্জাব সরকারের কাছে মাদক দ্রব্য বন্ধে সরকার কিছু করুক৷ তাহলেই তাঁর কাছে কৃতজ্ঞ থাকবো৷’
অভিযোগকারী বাবার আরও বক্তব্য, ‘আমার তিন ছেলে চূড়ান্ত নেশাড়ু৷ গণদীপ বড় ছেলে৷ অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷ আমি তাঁর মাদকাসক্তি কাটাতে বহু চেষ্টা করেছি৷ আমার অন্য দুই ছেলে বর্তমানে সুস্থ থাকলেও গণদীপকে ফেরাতে পারলাম না৷’
আরও পড়ুন-বিজেপি ‘গোর্খাল্যান্ড ললিপপ’ দেখিয়ে স্বার্থসিদ্ধি করে, অভিযোগ বিনয় তামাংয়ের
গণদীপের চিকিৎসায় তাঁর বাবা দু’লক্ষ টাকা খরচ করেছিলেন৷ তারপরও তাঁকে সুস্থ করতে পারেন৷ তিন ভাই মাদকের নেশায় বুঁদ থাকায় তাঁদের মা শোকে মারা যান৷ কারণ, তিনি মানসিকভাবে উদ্বেগের মধ্যে থাকতেন৷