নয়াদিল্লি: সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা (Physically Disabled Persons) আইপিএস-সহ ইউপিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) শুক্রবার এ ব্যাপারে একটি অন্তর্বর্তী আদেশ জারি করল। শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর এবং অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা রিট আবেদনের ভিত্তিতে ওই অন্তর্বর্তী আদেশ দিয়েছে।
আবেদনকারী ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অফ দ্য ডিসএবেলড (National Platform for the Rights of the Disabled) ওইসব চাকরি থেকে বিশেষ চাহিদাসম্পন্নদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি ছিল, আইপিএস আরপিএফের মতো বিভিন্ন পদে চাকরির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্নদেরও সুযোগ দিতে হবে। একইভাবে দিল্লি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, আন্দামান নিকোবর দীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের পুলিস সার্ভিসের ক্ষেত্রেও তাদের চাকরিতে বসার সুযোগ দিতে হবে।
BREAKING| Supreme Court Allows Physically Disabled Persons To Apply For IPS, IRPFS, DANIPS Services Provisionally https://t.co/XwW6uWPT8y
— Live Law (@LiveLawIndia) March 25, 2022
এর আগে ওই বেঞ্চ এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহায়তা চেয়েছিল। বেণুগোপাল ওই আবেদনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিতে চান। সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চেয়েছিলেন।
আরও পড়ুন: Lady Dufferin Nurse molestation: লেডি ডাফরিনের নার্সকে শ্লীলতাহানি, অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
প্রবীণ আইনজীবী অরবিন্দ পি দাতার অন্তর্বর্তী আদেশ চেয়েছিলেন আদালতের কাছে। বলা হয়েছিল, আবেদনকারীরা যেন ইউপিএসসির সেক্রেটারি জেনারেলের কাছে আগামী সপ্তাহের মধ্যে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ছিল বৃহস্পতিবার। ৫ এপ্রিল পার্সোনালিটি টেস্টের দিন ধার্য করা হয়েছে। তার আগেই অন্তর্বর্তী আদেশ জারি করা হোক, এমনটাই চেয়েছিলেন ওই প্রবীণ আইনজীবী।