নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের মামলার শুনানি বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court )। মহিলা কুস্তিগিরদের (Women Wrestlers) আবেদন ছিল, ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত চালানোর অনুমতি দেওয়া হোক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আবেদনে সেটাই মূল দাবি ছিল। সেই দাবি মতো এফআইআর করতে বলা হয়। দিল্লি পুলিশ দুটি এফআইআরও করে। এরপর আর মামলার শুনানির চালানোর প্রয়োজন নেই। আবেদনকারীরা দরকার পড়লে ম্যাজিস্ট্রেট কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন।
ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা নিয়ে তুমুল ডামাডোল চলছে। ব্রিজভূষণের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) প্রতিবাদে শামিল কুস্তিগিররা। নীরজ চোপড়ার (Neeraj Chopra) মতো অন্য ক্রীড়া ক্ষেত্রের কৃতীরাও এই আন্দোলন সমর্থন করছেন। কিন্তু পদত্যাগের নামই করছেন না ব্রিজভূষণ।
আরও পড়ুন:Abhishek Banerjee| সামশেরগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে জনজোয়ার
বুধবার রাতে দিল্লি পুলিশের কর্মীরা মদ্যপ অবস্থায় কুস্তিগীরদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলেও অভিযোগ করেন আবেদনকারীদের আইনজীবী। তবে আদালতে সলিসিটর জেনারেল দাবি করেন, কয়েকজন রাজনৈতিক নেতা ধরনাস্থলে গিয়ে বিছানা দিচ্ছিলেন। তা আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। তাতেই ধস্তাধস্তি শুরু হয়েছিল।
প্রসঙ্গত, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ অনেকদিন আগেই তুলেছিলেন কুস্তিগিররা। কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হচ্ছিল না। গত এক সপ্তাহে আন্দোলন তীব্রতা পায়। কুস্তিগিররা আদালতে যান। নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুলিশ। আদালতের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রথম এফআইআরটি এক নাবালিকা কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে। এই অভিযোগে মামলা হয়েছে পকসো (POCSO) আইনে। দ্বিতীয়টি এক মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে।