নয়াদিল্লি: অন্তর্বর্তী জামিনের আবেদন নাকচ করে কেজরিওয়ালের মামলায় সিবিআইকে সুপ্রিম নোটিশ। দিল্লি আবগারি নীতি দুর্নীতি প্রসঙ্গে জামিনের আবেদনের পাশাপাশি গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করেছেন কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি ২৩ অগাস্ট।
পিএমএলএ আইনের কঠোর আইনি ব্যবস্থা সত্ত্বেও কেজরিওয়াল তিনবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন। এছাড়াও ২০ জুন তাঁকে নিম্ন আদালত নিয়মিত জামিন দেয়। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই রায় স্থগিত করেছে। কঠোরতর পিএমএলএ আইনে অভিযোগ থাকা সত্ত্বেও যদি জামিন হতে পারে, তাহলে সিবিআই-এর প্রিভেনশন অফ করাপশন আইনে আনা অভিযোগের দৌলতে কেন জামিন হবে না? সুপ্রিম কোর্টে প্রশ্ন কেজরিওয়ালের আইনজীবীর।
আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে বোমা রয়েছে, ভুয়ো খবর দেওয়ায় গ্রেফতার যুবক