নয়াদিল্লি: ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম নির্দেশ, এবার এই সব মামলাগুলিতে জামিন দিতে পারবে নিম্ন আদালত ও হাইকোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মাসিহর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোট হিংসা মামলার (Bengal Post Poll Violence) জামিন (Bail) সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে হাইকোর্ট এবং যে কোনও নিম্ন আদালত। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা মামলায় আইন মোতাবেক জামিন দিতে পারবে হাইকোর্ট এবং নিম্ন আদালত।
ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই (CBI)। হিংসার জেরে আক্রান্ত অনেকেও অন্য রাজ্যে বিচার প্রক্রিয়া চালানোর জন্য আবেদন জানিয়েছিল। এ নিয়ে সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: অভিষেককে ইডি-র সমন কি বৈধ? শুনানি সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসার একাধিক মামলার বিচারে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সিবিআই (CBI) তদন্তের নির্দেশই বহাল রাখে। মামলাগুলির শুনানি ভিনরাজ্যে হোক, এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, পশ্চিমবঙ্গে এই মামলায় যুক্ত তদন্তকারী অফিসার, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। তার নেপথ্যে রয়েছে ক্ষমতাশালী একাধিক রাজনৈতিক নেতা। তাই বাংলার বাইরে মামলাগুলির শুনানির আবেদন জানানো হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই বিচারপতি সবপক্ষের মতামত চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন।
আরও খবর দেখুন