নয়াদিল্লি: কোভিড ১৯ অতিমারির (Covid 19 Pandemic) সময় পতঞ্জলি সংস্থার কর্ণধার বাবা রামদেব দাবি (Baba Ramdev) করেছিলেন, অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্যই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। তাঁর সংস্থার ওষুধ ‘কোরোনিল’ (Coronil) করোনার সেরা ওষুধ, দাবি করেছিলেন এমনটাও। এবার রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণকে (Acharya Balakrishna) এই সমস্ত দাবি প্রত্যাহার করার আদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বিচারপতি অনুপ জয়রাম ভামভানির (Justice Anup Jayram Bhambhani) বেঞ্চ যোগগুরুকে নির্দেশ যাতে তিন দিনের মধ্যে এই ধরনের সমস্ত কন্টেন্ট মুছে ফেলা হয়। তিনি না করতে পারলে সোশ্যাল মিডিয়ার মধ্যস্থতাকারীদের মাধ্যমে মুছে ফেলা হবে।
আরও পড়ুন: দিল্লিতে পড়ুয়া মৃত্যুর ঘটনায় রাজ্যসভায় কী বললেন তৃণমূল সাংসদ?
২০২১ সালে দেশের একাধিক চিকিৎসক সংগঠনের তরফে পতঞ্জলি আয়ুর্বেদ (Patanjali Ayurveda) এবং তার প্রচারক সংস্থাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল। মামলায় অভিযোগ করা হয়, অতিমারির সময় অ্যালোপ্যাথি (Allopathy) চিকিৎসার জেরে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন এমন ভুয়ো দাবি করেছেন রামদেব এবং তাঁর সহযোগীরা।
অতিমারির সময়েই সোশ্যাল মিডিয়ায় যোগগুরুর এই মন্তব্য করার বহু ভিডিও ভাইরাল হয়। পরে এই মন্তব্য প্রত্যাহার করে নেন তিনি। কিন্তু চিকিৎসক সংগঠনের দাবি, রামদেবের এই ভুয়ো মন্তব্যের ফলে অ্যালোপ্যাথির চিকিৎসা এবং কোভিডের প্রতিষেধকের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মনে আশঙ্কার বীজ বপন করেছে।
দেখুন অন্য খবর: