Placeholder canvas
HomeScrollমিডিয়া ট্রায়াল রুখতে গাইডলাইন চায় সুপ্রিম কোর্ট

মিডিয়া ট্রায়াল রুখতে গাইডলাইন চায় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: মিডিয়া ট্রায়াল রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গাইডলাইন প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যমকে পুলিশের খবর দেওয়ার রীতিনীতি ঠিক করতে এবং সংবাদমাধ্যমকে পুলিশ কতটা, কীভাবে খবর দেবে, তার সীমারেখা নির্দিষ্ট করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

মঙ্গলবার শীর্য আদালত জানায়, সঠিক তথ্য সহ ন্যায্য সংবাদ পরিবেশিত হওয়া উচিত। যাতে মানুষের মনে কোনও ভুল ধারণা তৈরি এবং তদন্ত পক্ষপাতদুষ্ট না হয়। এমনই অভিমত দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: শওকতকে বেনামী নম্বর থেকে খুনের হুমকি ফোন

আদালত জানায়, দেশের মুখ্য সংবাদমাধ্যমগুলি সাম্প্রতিককালে তার অতীত গৌরবের জায়গা থেকে কিছুটা হলেও সরে এসেছে। বিশেষত যে সব খবরে মানুষের আগ্রহ বেশি, সেক্ষেত্রে। তাদের টিআরপি ভিত্তিক ব্যবস্থা অভিযুক্তকে বিপাকে ফেলছে। আদালতের আগেই সংবাদমাধ্যমে তারা দোষী হয়ে যাচ্ছে। পুলিশের কাছ থেকে যেভাবে তথ্য ফাঁস হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

বিশেষত টিভি সংবাদ নিয়েই আদালত উদ্বিগ্ন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী ক্ষেত্রে রিয়া চক্রবর্তীকে নিয়ে যেভাবে মিডিয়া ট্রায়াল হয়েছে, তা উল্লেখ করেছে বেঞ্চ। বিষয়টি নিয়ে মামলা হলে বোম্বে হাইকোর্ট সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করেছিল।

শাহরুখ খান পুত্র আরিয়ান খানের মাদক সংক্রান্ত মামলার কথাও উল্লেখিত হয়েছে। অথচ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো পরে আরিয়ানকে ক্লিনচিট দেয়। শীর্ষ আদালতের মতে, টিভি সংবাদ সম্পর্কিত চলতি আইনি ব্যবস্থা যথেষ্ট জোরদার নয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments