নয়াদিল্লি: বিচারাধীন সব বন্দীই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৭৯ ধারার সুবিধা পাবে। অর্থাৎ সর্বোচ্চ সাজার অর্ধেক মেয়াদ কাটিয়ে ফেললে জামিন মিলবে। সুপ্রিম কোর্টের নয়া বিধান।
কোড অফ ক্রিমিনাল প্রোসিডিওর বা সিআরপিসির পরিবর্তে ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ঘোষিত নিদান অনুযায়ী নয়া আইনের যাবতীয় সুবিধা এক জুলাইয়ের পরবর্তীকালে হওয়া অভিযোগের ক্ষেত্রে কার্যকর। এক্ষেত্রে ব্যতিক্রমী বিধান দিল আদালত। বিএনএসএস-এর ৪৭৯ ধারা অনুযায়ী সর্বোচ্চ মেয়াদের অর্ধেক সাজা তাদের ক্ষেত্রেই কার্যকর, যারা প্রথমবার অভিযুক্ত।
বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সন্দীপ মেহতার দেশের সব জেল সুপারদের প্রতি নির্দেশ, এমন সুবিধা যে বন্দীদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের জন্য এই নির্দেশ অনুযায়ী আবেদন প্রস্তুত করে সেইমত আদালতে পেশ করতে হবে। তিন মাসের মধ্যে এই পদক্ষেপ করতে নির্দেশ।
একটি জনস্বার্থ মামলায় প্রাসঙ্গিক যুক্তি পেশ করে বলা হয়, এই সুবিধা বন্দিদের দেওয়া হলে কারাগারে অতিরিক্ত বন্দির সমস্যা কাটানো সম্ভব। সেই সূত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য তলব। এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, এই সুবিধা সমস্ত বিচারাধীন বন্দিকেই দেওয়া যেতে পারে। সেই সূত্রেই ওই নির্দেশ।
দেখুন আরও অন্যান্য খবর: