নয়াদিল্লি: হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব চ্যানেল (YouTube Channel)। শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে দেখা যাচ্ছে এক্সআরপি-র (XRP) ভিডিও যা আমেরিকার রিপল ল্যাবস (Ripple Labs) সংস্থার তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয়, এবং যে সব মামলায় জনস্বার্থ জড়িয়ে থাকে সেসব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আরজি কর ধর্ষণ ও খুন মামলার লাইভ সম্প্রচার হয়েছিল।
শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে পূর্বে সম্প্রচারিত ভিডিওগুলি ‘প্রাইভেট’ করে দিয়েছে হ্যাকাররা। এখন ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু এসইসিস ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ নামের একটি ভিডিও চলছে।
আরও পড়ুন: হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট ধাক্কা
প্রসঙ্গত, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলে প্রায়ই হানা দেয় হ্যাকাররা। সম্প্রতি রিপল সংস্থার সিইও ব্র্যাড গার্লিংহাউসের (Brad Garlinghouse) নাম নিয়ে ভুয়ো কারবার করেছিল হ্যাকাররা। তা আটকাতে না পারায় ইউটিউব সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিল রিপল।
দেখুন অন্য খবর: