ওয়েব ডেস্ক: গভীর রাতে বিজেপি নেতার (BJP Leader) বাড়ির সামনে বিস্ফোরণ (Blast)। তার জেরে হুলুস্থুল কাণ্ড পঞ্জাবের (Punjab) জলন্ধরে। জানা গিয়েছে, পঞ্জাবের জলন্ধরের বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার (Manoranjan Kalia) বাসভবনের বাইরে সোমবার রাত প্রায় ১টা নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী এবং ফরেনসিক বিশেষজ্ঞদের দল।
স্থানীয়দের একাংশের দাবি, এটি একটি পরিকল্পিত গ্রেনেড হামলা (Grenade Attack) ছিল। অনুমান, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তদন্তের অগ্রগতির জন্য ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পঞ্জাব পুলিশ সূত্রে।
আরও পড়ুন: দেশজুড়ে তাপপ্রবাহের খেলা শুরু! চৈত্রেই জারি হলুদ সতর্কতা
এই বিষয়ে জলন্ধরের ডেপুটি পুলিশ কমিশনার মনপ্রিত সিং জানিয়েছেন, ঘটনাটি আদৌ গ্রেনেড বিস্ফোরণ কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ফরেনসিক টিম প্রাথমিক তদন্তের পর রিপোর্ট জমা দিলে সবটা পরিস্কার হবে বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা।
#WATCH | Punjab | Dhanpreet Kaur, Jalandhar Police Commissioner, inspected the situation outside the residence of BJP Leader Manoranjan Kalia, where a blast incident was reported at around 1 am.
A police team and forensic team are present at the spot. Investigation is underway. pic.twitter.com/9k82kINEUr
— ANI (@ANI) April 8, 2025
জানা গিয়েছে এই ঘটনার সময় ঘুমোচ্ছিলেন বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া। তিনি বলেন, ‘‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হয়েছিল বজ্রপাত হয়েছে। পরে দেহরক্ষী আমাকে জানায় যে বাড়ির বাইরেই একটি বিস্ফোরণ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওকে থানায় পাঠাই। এখন পুলিশ ও ফরেনসিক দল তদন্ত চালাচ্ছে।’’ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দেখুন আরও খবর: