চেন্নাই: বিরোধীদের তুমুল তোপের মুখে তামিলনাড়ু সরকার। চেন্নাইয়ের (Chennai) মেরিনা বিচে ভারতীয় বায়ুসেনা (IAF) এয়ার শো দেখতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের, আহত ২০০-র বেশি। বায়ুসেনার ৯২তম বার্ষিকীতে আয়োজিত হয়েছিল এই ইভেন্ট। কিন্তু তুমুল ভিড়ের চাপ, ট্র্যাফিজ জ্যাম এবং তীব্র দাবদাহের ফলে সেই ইভেন্ট ভয়াবহ আকার নেয়। এই এম কে স্ট্যালিনের সরকারকে তুমুল আক্রমণ করছে বিরোধীরা।
ডিএমকে সরকারের নিন্দা করেছেন এআইডিএমকে (AIDMK) নেতা এডাপাড্ডি কে পালানিস্বামী। পরিকল্পনার অভাব, ভিড় সামলা দেওয়ায় ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন স্ট্যালিন সরকারে (MK Stalin) উপর। পালানিস্বামীর দাবি, পুলিশ বাহিনী পর্যাপ্ত ছিল না, মানুষজন ট্রাফিকে আটকে ছিলেন পানীয় জল ছাড়াই। হিটস্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু, পাঁচজনের মৃত্যুও হয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রতন টাটা!
তামিলনাড়ুর বিজেপি (BJP) সভাপতি কে আন্নামালাইও সরকারের কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, গাফিলতির কারণেই এই অবস্থা। সরকার যথাযথ ব্যবস্থা নিলে মৃত্যু এবং আহত হওয়া এড়ানো যেত। মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে বিঁধে বিজেপি নেতা বললেন, এই ঘটনা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা।
এই ঘটনায় বিরোধীদের তরফে পদত্যাগ দাবি করা হয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যমের। তিনি সাফাই দিয়ে বলেছেন, ভারতীয় বায়ুসেনা এই ইভেন্টের জন্য যা যা চেয়েছিল তার বেশিই ব্যবস্থা করেছিল সরকার। জরুরি পরিষেবার জন্য চিকিৎসক ও নার্সদের দুটি দল রাখা হয়েছিল। সেনাবাহিনীও মেডিক্যাল টিম পাঠিয়েছিল, ঘটনাস্থলে ছিল ৪০টি অ্যাম্বুল্যান্স। রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ১০০টি শয্যা এবং ৬৫ জন চিকিৎসককে তৈরি রাখা হয়েছিল বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দেখুন অন্য খবর: