কলকাতা: জম্মু-কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলায় পুলিশের উপর গুলি চালাল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। থানামান্ডি এলাকায় এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধে নাগাদ। এই ঘটনার পর জম্মু-কাশ্মীর পুলিশ (J&K Police) এবং সেনাবাহিনী একযোগে কাজে নেমেছে। এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং এলাকা সুরক্ষিত রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে থানামান্ডির লোয়ার কার্যোতে গ্রামে পৌঁছতেই গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলস জওয়ানরাও। আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ বাহিনীকে দেখেই গুলি চালায় জঙ্গিরা এবং রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: JDU মুখপাত্রের ইস্তফার কারণ ব্যক্তিগত, না বিজেপির চাপ?
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারা জেলায় দু’টি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল নিরাপত্তা বাহিনী (Security Forces)। তিন জঙ্গিকে নিকেশ করে তারা। উদ্ধার হয় দুটি একে রাইফেল, একটি পিস্তল, চারটি হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য নাশকতামূলক সরঞ্জাম।
এছাড়াও গত বুধবার কুমকাদি এলাকায় সন্দেহজনক গতিবিধির কথা জানা যায়। তার খোঁজ নিয়ে গিয়েই সন্ধে ৭.৩০টায় শুরু হয় গুলির লড়াই যা চলে পরের দিন সকাল পর্যন্ত। সেদিনই কারনাহ সেক্টরে সন্দেহজনক গতিবিধির তদন্তে গিয়ে রাত ৯টা নাগাদ গুলির লড়াই শুরু হয়।
দেখুন অন্য খবর: