উত্তরাখণ্ড: মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ (Uttarakhand Cloudburst)। পর্যটক ও পুণ্যার্থীদের প্রিয় দেবভূমির দুই রাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০, নিখোঁজ শতাধিক। ভূমিধসে পরিস্থিতি সামাল দিতে না দিতেই শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচলপ্রদেশের লাহুল-স্পিতি। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.২। আর তারপর থেকেই উদ্ধারকাজ আরও কঠিন হয়ে ওঠে। তারপরও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।
প্রায় পাঁচ হাজার পুণ্যার্থীকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে এনেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাতশোরও বেশি পুণ্যার্থীকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। আপাতত তাদের শোনপ্রয়াগে রাখা হয়েছে। পাশাপাশি, এখনও আটকে থাকা ৩০০ পুণ্যার্থীকে উদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন: ইডির নিশানায় নীতীশ? বিহারের এনডিএতে ডামাডোল
প্রাকৃতিক বিপর্যয়ের পরেই শনিবার পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। ভারী বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ। ধস নেমেছে বহু রাস্তায়। দ্রুত উদ্ধারকার্যের জন্য পুলিশ, স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, রুদ্রপ্রয়াগ, কেদারনাথ উপত্যকায় ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত পশুদের জন্য পশুপালন দফতরের পক্ষ থেকে পশুখাদ্য পাঠানো হয়েছে।
আরও খবর দেখুন