কলকাতা: শুনানিতে মন্তব্য করায় বিচারপতিদের সচেতন হতে হবে। সমাজমাধ্যমে ভুল বার্তা যেতে পারে। বৃহস্পতিবার এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ।
হাইকোর্ট, সুপ্রিম কোর্টের শুনানি সরাসরি সম্প্রচারিত হয়। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতিদের শুনানি চলাকালীন মন্তব্য করার ব্যাপারে সচেতন থাকতে হবে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিচার ব্যবস্থায় সমাজ মাধ্যমের প্রভাব সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি ওই অভিমত দেন।
আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে পুলিশ নির্দোষ, দাবি কুণালের
আগে আদালতে আসতেন স্বল্প সংখ্যক সাংবাদিক। কিন্তু সমাজমাধ্যমের উপস্থিতির জেরে সেই সংখ্যা এখন বহুগুণ বেড়ে গিয়েছে। ফলে দিনের শেষে নয়, তাৎক্ষণিক সংবাদ প্রাধান্য পাচ্ছে। তাই এই পরিস্থিতিকে মেনে নিয়েই চলতে হবে। এই অভিমত দিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, বিচারপতির কোনও মন্তব্য যখন লাইভ সম্প্রচারিত হয়, তখন তা নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে।
বিচারপতি দুই রকমের। একদল মনের ভাবনা মনেই রেখে দেন। দ্বিতীয় শ্রেণীরভুক্তরা যা শুনছেন, তার ভিত্তিতে মন্তব্য করেন। যা শুনে শ্রোতা অনেক সময় ধরে নেন, ওই মন্তব্যের ভিত্তিতেই হয়তো চূড়ান্ত রায় দেওয়া হবে। কিন্তু বিতর্ক শুধুমাত্র বিতর্কই, তা রায় নয়। এমনকী সেটি বিচারপতির দৃষ্টিভঙ্গি নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।