নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর (Adani Group) সঙ্গে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) প্রধান মাধবী পুরী বুচের (Madhavi Puri Buch) যোগসূত্র নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছিল আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research)। গত শনিবার হিন্ডেনবার্গ এক্স হ্যান্ডলে লেখে, “আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন, তাতে অংশীদারি রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের।” এবার ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai Attack)সঙ্গে যোগসূত্র বেরল মাধবী এবং তাঁর স্বামী ধবল বুচের (Dhawal Buch)।
আরও পড়ুন: আদালত অবমাননার মামলায় অবশেষে স্বস্তি রামদেবের
কুখ্যাত ওই জঙ্গি হামলায় ভাগ্যের জোরে পরিত্রাণ পেয়েছিলেন তাঁরা। হামলার সময় তাজমহল প্যালেস হোটেলে ছিলেন বুচ দম্পতি। ইউনিলিভার সংস্থার বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা।
প্রসঙ্গত, হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, গৌতম আদানির (Gautam Adani) ভাই বিনোদ আদানির (Vinod Adani) বিদেশে থাকা সংস্থায় অংশীদারি রয়েছে সেবি প্রধান মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের। ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী। রিপোর্টে এ-ও দাবি করা হয়, সেই সময় সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সমস্ত বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নেন তাঁর স্বামী।
দেখুন অন্য খবর: