নয়াদিল্লি: লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে ওড়িশার সাত বারের সাংসদ ভর্তৃহরি মহতাবকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কোনও কারণে স্পিকারের পদ খালি থাকলে কিছু সময়ের জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়ে থাকে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে আরও ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকার হিসাবে এখনও কেউ নির্বাচিত হননি। তাই স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত তাঁর কাজ চালাবেন ভর্তৃহরি।
ওড়িশার কটক কেন্দ্র থেকে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছেন ভর্তৃহরি। তিনি চলতি বছর বিজেপিতে যোগদান করেন। কটক থেকে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। ৫৭ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। এ বারে লোকসভার স্পিকার হওয়ার দৌড়েও নাম ছিল বর্ষীয়ান এই নেতার। তার আগে প্রোটেম স্পিকার হিসাবে তাঁকে নিয়োগ করা হল। যদিও এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ বিরোধী দল কংগ্রেস।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা তেহট্টের তৃণমূল বিধায়কের
দেখুন আরও অন্যান্য খবর: