নয়াদিল্লি: পশ্চিমবঙ্গকে দু’সপ্তাহের মধ্যে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ব্যর্থ হলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালু করতে হাইকোর্টকে নির্দেশ শীর্ষ আদালতের। কোনও নির্মাণ ভাঙার নির্দেশ সম্পর্কে আপত্তি থাকলে ১৯৮০ সালের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে এমন ট্রাইব্যুনালে আবেদন করা যায়।
ট্রাইব্যুনালের জন্য চেয়ারপারসন বিয়োগ করা হলেও তার জুডিশিয়াল এবং টেকনিক্যাল সদস্য নির্বাচন করা হয়নি। ফলে ট্রাইবুনাল অচল হয়ে আছে। অভিযোগ পেশ হয় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন: শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব পাচ্ছেন?
একটি শত্রু সম্পত্তি জবরদখল হয়ে থাকা সত্ত্বেও সেই সম্পত্তির দেখভালকারী ট্রাইব্যুনালের অনুপস্থিতির কারণে উপযুক্ত পদক্ষেপ করতে পারছেন না। এই অভিযোগে বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙার নির্দেশ দেয় আদালত। ট্রাইব্যুনাল না থাকার কারণে যাঁরা ভাঙার নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে পারলেন না, তাঁরা উপযুক্ত নির্দেশের জন্য হাইকোর্টে আবেদন করতে পারবেন বলেও জানায় সুপ্রিম কোর্ট।