পাটনা: ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। কিন্তু যাত্রীদের না নিয়েই চলে যায় ট্রেন। কিছু ক্ষণ পরে ভুল বুঝতে পেরে ফের উল্টো দিকে ফিরে এল ট্রেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। বুধবার বিহারের সারান জেলায় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিহারের চাপরা থেকে ফারুখাবাদের উদ্দেশে রওনা হয়েছিল উৎসর্গ এক্সপ্রেস। সেই ট্রেনে চাপার জন্যই মাঞ্জি স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বেশ কয়েক জন যাত্রী। কিন্তু সেই স্টেশনে ট্রেনটি দাঁড়ায়নি। স্টেশনে ছেড়ে সোজা এগিয়ে যেতে থাকে ট্রেনটি। কিছু ক্ষণ পর নিজের ভুল বুঝতে পারেন লোকো পাইলট। এর পর মাঞ্জি স্টেশনে অপেক্ষারত যাত্রীদের নিতে পিছিয়ে আসতে থাকে ট্রেনটি। প্রায় ৫০০ মিটার পিছনে নিয়ে গিয়ে যাত্রীদের ফের ট্রেনে তোলা হয়। তারপর ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। তবে পিছনে ফিরে আসার আগে সিগন্যালের কারণে ট্রেনটিকে একটি সেতুর উপর প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল।
আরও পড়ুন: কোহলিকে সাহায্য করেছেন আম্পায়ার! সত্যিটা কী?