কলকাতা: অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের (Tirumala Venkateshwar Temple) প্রসাদ তিরুপতি লাড্ডু (Tirupati Laddoo) নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, লাড্ডু তৈরিতে ঘিয়ের পরিবর্তে গবাদি পশুর চর্বি ব্যবহৃত হয়েছে। এই অভিযোগ আসতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়ে পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিতের মন্তব্য আগুন আরও উসকে দিল।
রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das) জানিয়েছেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়েছিল তিরুপতির লাড্ডু। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছিল।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগ, কংগ্রেসের হাতে ক’টি
সত্যেন্দ্র দাস বলেছেন, “আমি জানি না কতগুলি লাড্ডু আনা হয়েছিল। সেটা ট্রাস্ট জানবে। তবে যতগুলি লাড্ডুই আসুক, তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল। প্রসাদ কলূষিত করার যেসব খবর পাওয়া যাচ্ছে তা ষড়যন্ত্রের দিকে আঙুল দেখাচ্ছে।” প্রসঙ্গত, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে এক লক্ষ লাড্ডু পাঠিয়েছিল তিরুমালা তিরুপতি দেবস্থান। এই ট্রাস্ট শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির চালায়।
এদিকে রামমন্দির পরিচালনা করে যে ট্রাস্ট, সেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লাড্ডু বিতরণের কথা অস্বীকার করেছে। তাদের দাবি, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রসাদ হিসেবে শুধুমাত্র এলাচ দানা দেওয়া হয়েছিল। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, তিরুপতির লাড্ডু নিয়ে কেন্দ্রের তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। সেই সঙ্গে তিনি বলেন, “ভক্তদের আমরা শুধুমাত্র এলাচ দানা দিয়েছিলাম। আমি জীবনে একবারই, ১৯৮১ সালে তিরুপতি মন্দিরে গিয়েছিলাম। এই বিতর্কে এখনই মন্তব্য করতে চাই না।”
দেখুন অন্য খবর: