হায়দরাবাদ: দীপাবলির উৎসবের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদের (Hyderabad) বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। মৃত ৯। গুরুতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপলি এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে হায়দরাবাদ পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হায়দরাবাদের বহুতলে আগুন লাগার খবর মেলে। নিচের তলার গোডাউনে আগুন লাগে। রাসায়নিক মজুত থাকায় মুহূর্তের মধ্যে তা ভয়ংকর রূপ ধারণ করে।প্রত্যক্ষদর্শীদের দাবি, গোডাউনে একটি গাড়ি মেরামত করা হচ্ছিল। সেই সময় আগুনের ফুলকি থেকেই ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গুরুতর জখম তিন জনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। মৃত ও জখমরা ক্যামিকেল গোডাউনের কর্মী বলে জানিয়েছেন ডিসিপি।
আরও পড়ুন: একদিন পার, এখনও সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক
দমকল কর্মীরা জানান, নিচের তলায় আগুন লাগতেই বহুতলের উপরের তলগুলিতে ছুটে পালাতে থাকেন অনেকেই। এখনও পর্যন্ত মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে বাড়িটি থেকে। ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে ঘটনাটি ঘটেছে।
দেখুন আরও অন্য খবর: