Placeholder canvas
Homeআন্তর্জাতিককূটনীতিতেও 'রান' করছে বিরাট কোহলির ব্যাট!  

কূটনীতিতেও ‘রান’ করছে বিরাট কোহলির ব্যাট!  

লন্ডন: কূটনীতিতেও প্রভাব ফেলছেন বিরাট কোহলি (Virat Kohli)! রবিবার ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে দেখা করেন ভারতের (India) বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (S Jaishankar)। দীপাবলির উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিলেন বিরাট কোহলির সই করা ব্যাট, গণেশের মূর্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে শুভেচ্ছা বার্তা নিয়ে যান জয়শঙ্কর। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কিয়োকো। ১০, ডাউনিং স্ট্রিটে তাঁদের স্বাগত জানান সস্ত্রীক সুনাক।

সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী লেখেন, দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করে আনন্দিত। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জানানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান সময়ে সম্পর্ক নতুন করে দাঁড় করাতে ভারত এবং ব্রিটেন সক্রিয়ভাবে কাজ করছে। উষ্ণ অভ্যর্থনা এবং অমায়িক আতিথেয়তার জন্য মিস্টার এবং মিসেস সুনককে ধন্যবাদ।

আরও পড়ুন: সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর

 

এই মুহূর্তে ব্রিটেনে সরকারি সফরে আছেন জয়শঙ্কর। এই সফর শুরু হয়েছে শনিবার (১১ নভেম্বর)। ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলির (James Cleverly) সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর ব্রিটেন সফর শেষ হবে ১৫ নভেম্বর। তার আগে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করবেন জয়শঙ্কর।

দেখুন অন্য খবর:

Chhattisgarh | পথ দেখিয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে ভোট-ভাণ্ডার ভরবে কার লক্ষ্মীতে?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments