কলকাতা: কেন্দ্রীয় বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণ শেষ হতেই তৃণমূল সাংসদ বলেন, নিজেদের কুর্সি বাঁচাতে যাদের দরকার তাদের জন্য বাজেট (Union Budget 2024-25) করা হয়েছে।
বাজেটে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং বিহারের (Bihar) জন্য বিপুল আর্খিক বরাদ্দের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই বাজেটে বাংলার কপালে শিঁকে ছেঁড়েনি। নির্বাচনী কোনও প্রতিশ্রুতি বাজেটে প্রতিফলিত হয়নি। বাংলার মতো বঞ্চিত পঞ্জাবও। এই বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ দেখান পঞ্জাবের কংগ্রেস সাংসদরা।
বিহার এবং অন্ধ্রপ্রদেশের সরকারি দল জেডিইউ ও টিডিপি তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ কিংবা বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিল বড় শরিক বিজেপির কাছে। বিশেষ আর্থিক প্যাকেজ বা বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যে সম্ভব নয়, তা ওই দুই দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়। তবে বিজেপির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, দুই রাজ্যকেই পুষিয়ে দেওয়া হবে। সেইমতোই বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য এবার বিপুল বরাদ্দ রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অন্ধ্রপ্রদেশের জন্য ২৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে। বিহারের জন্য ১৫ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া বিহার পাচ্ছে একটি নয়া বিমানবন্দর এবং একটি মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন: বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ল
পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বন্যা নিয়ন্ত্রণে অসম, বিহার এবং হিমাচল প্রদেশের জন্য আলাদা আর্থিক সাহায্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রতি বছর বর্ষায় ভাসতে থাকে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। একাধিকার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা কেন্দ্রকে জানিয়েও কোনও লাভ হয়নি। এবারও বাংলার ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও ঘোষণা নেই বাজেটে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিজেদের কুর্সি বাঁচাতে যাদের দরকার তাদের জন্য বাজেট করা হয়েছে। বিহার ও অন্ধপ্রদেশকে খুশি করতে, তাদের পাশে রাখতে এই বাজেট। এই বাজেট সারা দেশের বাজেট নয়। বাংলাকে তো কিছুই দেয়নি। বাংলার মানুষকে ওরা সহ্য করতে পারে না। বিজেপি বাংলা থেকে সাফ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ।
বাজেটে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার, এই ৯টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা। দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। কর্মসংস্থান, স্কিল ট্রেনিং এবং যুবসমাজের জন্য পাঁচ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ করা হল বাজেটে। ক্যানসারের তিনটি ওষুধে পুরোপুরি করছাড়ের ঘোষণা করা হল এদিন। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা। সড়ক থেকে রেলপথ-একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ভাষণ শেষ হতেই নিম্নমুখী শেয়ার বাজার।
দেখুন ভিডিও