নয়াদিল্লি: ফের বিপত্তি বিমানে (Flight)। কখনও বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব আবার কখনও বিমানের বাথরুমে বসে ধূমপান, একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার মাঝ আকাশে কেবিন ক্রু সদস্যদের (Cabin Crew) সঙ্গে অভব্য আচরণের জন্য এক যাত্রীকে নামিয়ে দেওয়া হল বিমান থেকে। পাশাপাশি, দিল্লিতে (Delhi) ফিরিয়ে আনা হল লন্ডনগামী (London) এয়ার ইন্ডিয়ার (Air India Flight) ওই বিমানটি। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ (Police) ওই যাত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শুরু হয়েছে তদন্তও। গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রীরা।
জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight) ঘটনাটি ঘটেছে। ২২৫ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার AI111 বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিল। এরপরেই মাঝ আকাশে কেবিন ক্রু মেম্বারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক যাত্রী। এক বিমানসেবিকার হাত ধরে টানাটানি করার অভিযোগ ওঠে। ক্রু মেম্বার ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে শুরু করতেই বচসা বেঁধে যায়। যা পরে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে ঝুঁকি না নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। উড়ান দিল্লিতে পৌঁছতেই অভিযুক্ত ওই যাত্রীকে বিমান থেকে থেকে নামিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া পুলিশে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। এদিন বিকেলে উড়ানটি ফের লন্ডনের উদ্দেশে উড়ে যাবে।
আরও পড়ুন:Pythagoras’ Theorem | পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার নতুন উপায় আবিষ্কার
উল্লেখ্য, আকাশে মদ্যপ বিমানযাত্রীদের অসংযত আচরণের একাধিক খবর শিরোনামে ইঠে এসেছে। মাত্র দু’দিন আগেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগো বিমান। মদ্যপ অবস্থায় বিমানের এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেছিলেন এক যাত্রী। অসংযত আচরণের জন্য পরে তাঁকে CISF-এর হাতে তুলে দেওয়া হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫৬ মিনিটে ছাড়ে 6E 308 ইন্ডিগো বিমানটি। দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। জানা গেছে কানপুর নিবাসী প্রতীক নামে ওই যাত্রী বিমানের ১৮এফ সিটে বসেছিলেন। মাঝ আকাশে হঠাৎ বিমানটির এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন ৪০ বছরের ওই যাত্রী।
গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ন্ত্রণে এয়ার ইন্ডিয়া ব্যর্থ হওয়ার এই বছরের প্রথম দিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।