নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকারের (Uttarpradesh Government) নতুন একটি আদেশ (Order) নিয়ে হইচই পড়ে গিয়েছে। যা নিয়ে বিরোধীরা কড়া সমালোচনা করা শুরু করেছে। শুধু তাই নয় এনডিএর অন্দরেও অসন্তোষ দানা বেঁধেছে। হিন্দু ধর্মের কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে বিতর্কিত আদেশ জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। ওই যাত্রা যে রুটে যাবে সেই রুটে সব হোটেল, রেস্তোরাঁর মালিকদের নাম নেমপ্লেটে লাগাতে হবে বলা হয়েছে। এতেই এই আদেশের ফলে জাতিগত বিভাজন করা হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির অন্দরেও এই সিদ্ধান্তে অসন্তোষের সুর শোনা গিয়েছে।
এনডিএর শরিক দল জেডিইউ নেতা কেসি ত্যাগী এই আদেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। আদেশের সমালোচনা করেছে আরএলডিও। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইট করে এর বিরোধিতা করেছে। কংগ্রেসের উত্তরপ্রদেশ ইউনিটের প্রধান অজয় রাই এর নিন্দা করেছেন। তিনি বলেছেন, এতে মানুষে মানুষে ভেদাভেদ করা হচ্ছে। এই আদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি এই সিদ্ধান্তকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, এই সিদ্ধান্ত সামাজিক অপরাধ। এই সরকার শান্তি নষ্ট করতে চায়। বিএসপি প্রধান মায়াবতী এটিকে অসাংবিধানিক বলেছেন। খোদ বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি এই আদেশের সমালোচনা করে বলেছেন, এটা অস্পৃশ্যতার রোগ বাড়াতে পারে।
আরও পড়ুন: মানহানির মামলায় রাজ্যপালের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মমতা
আরও খবর দেখুন