ওয়েব ডেস্ক: যোগীরাজ্যে পুলিশকর্মীকেই এনকাউন্টার। আর গুলি (Shot) চলল এক স্কুল শিক্ষকের হাত থেকেই। হ্যাঁ, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশ কনস্টেবলকে (Police Constable) গুলি করে খুন করলেন এই শিক্ষক (Teacher)। ক্রিকেট ম্যাচ নিয়ে পুরানো বিবাদের কারণেই ঘটল এরকম নৃশংস ঘটনা। আর এই ঘটনাকে ঘিরে হইচই উত্তরপ্রদেশের ভাগপত জেলার সুনহেদা গ্রামে। ইতিমধ্যে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে কয়েকদিন আগে অজয়ের সঙ্গে অভিযুক্ত শিক্ষক মোহিতের বচসা হয়। সেই বিবাদের রেষ থেকে যায় দু’জনের মধ্যে। সোমবার সন্ধ্যায় হাঁটতে বের হলে রাস্তায় মোহিতের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় অজয়ের। প্রাথমিক বচসা থেকে মুহূর্তেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎ বন্দুক বের করে অজয়কে লক্ষ্য করে গুলি চালান মোহিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয়ের।
আরও পড়ুন: তরুণীর বুকের উপর বসে গলার নলি কেটে খুন, সরকারি হাসপাতালে নারকীয় কাণ্ড
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তৎপর হয় ভাগপতের পুলিশ। জেলা পুলিশ সুপার নেতৃত্বে চারটি দল গঠন করে শুরু হয় অভিযুক্তের খোঁজে তল্লাশি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর খবর মেলে যে, অভিযুক্ত গ্রামেরই একটি মাঠের পাশে লুকিয়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মোহিত এবং পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। অভিযুক্তের পায়ে গুলি লাগে এবং পরে তাকে গ্রেফতার করা হয়।
বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, খুন, অস্ত্র আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার পিছনের নির্দিষ্ট কারণ ও অন্য কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন আরও খবর: