ওয়েব ডেস্ক: পরনে সাদা টি-শার্ট, সাদা প্যান্ট। হাতে কাদা মাখামাখি অবস্থায় ধরা একটা ছড়ি নিয়ে লাঙল চালাচ্ছেন একজন। বর্ষায় গ্রামেগঞ্জে এরকম ভাবেই একজন কৃষককে দেখা যায়। আর এবার সেই বেশে দেখা গেল এক মুখ্যমন্ত্রীকে। সম্প্রতি কৃষকের (Farmer) বেশে আত্মপ্রকাশ করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। মুখ্যমন্ত্রী হয়েও তিনি ফিরে নিজের গ্রামের খেতখামারে।
শনিবার নিজের গ্রাম খাতিমায় ধান ক্ষেতে লাঙল চালাতে দেখা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। দু’টি বলদের সাহায্যে জমি চাষ করছিলেন তিনি। সেই মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘পুরনো দিনের কথা ভুলিনি।’’ শৈশবে খাতিমার নগর তরাই এলাকায় ধান পোঁতার অভিজ্ঞতা যে আজও তাঁকে ছুঁয়ে থাকে, তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফের আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, কেরলে জারি সতর্কতা
পোস্টে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘এই মাটিতে কাজ করার সময় কত পরিশ্রম করতে হত, তা আমি নিজে জানি। কৃষকরা শুধু আমাদের অর্থনীতির শিরদাঁড়া নন, তাঁরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যেরও ধারক। তাঁদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম না দেখলে বোঝা যায় না।’’
खटीमा के नगरा तराई में अपने खेत में धान की रोपाई कर किसानों के श्रम, त्याग और समर्पण को अनुभव कर पुराने दिनों का स्मरण किया। अन्नदाता न केवल हमारी अर्थव्यवस्था की रीढ़ हैं बल्कि संस्कृति और परंपरा के संवाहक भी हैं। pic.twitter.com/2ctv5O6v3p
— Pushkar Singh Dhami (@pushkardhami) July 5, 2025
বর্তমানে চম্পাবত কেন্দ্রের বিধায়ক ধামি খাতিমা থেকেও দু’বার নির্বাচিত হয়েছেন। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তাঁর পরিবার খাতিমায় চলে আসে। সেই খাতিমার মাটিতেই এবার ফিরে এলেন তিনি। শুক্রবার গ্রামে পৌঁছে শনিবার সকালেই জমিতে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। কৃষকদের সঙ্গে কাজ করেন, ধানচারা রোপণও করেন হাতে হাতে। পরে জমির ধারে এক পূজাপাঠেও অংশ নেন।
দেখুন আরও খবর: