নয়াদিল্লি: ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরির (Vikram Misri) বাংলাদেশে (Bangladesh) যাওয়ার খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার জানা গেল, তিনি ঢাকা (Dhaka) পৌঁছচ্ছেন সোমবার। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশেষ আলাপ আলোচনা’-র জন্য ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের পরিপ্রেক্ষিতেই এই সফর।
ওপার বাংলায় হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছে নয়াদিল্লি। ভারতের অবস্থান নিয়ে পাল্টা নিন্দামন্দ করেছে ঢাকাও। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের কূটনৈতিক সম্পর্ক ভাঙনের মুখে। ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতি ঠেকাতে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে, এমনই অবস্থান ভারতের।
আরও পড়ুন: গুগল ম্যাপের শর্টকাট নিয়ে গেল গভীর জঙ্গলে, উদ্ধার করল পুলিশ
সম্প্রতি আগরতলা (Agartala) ও কলকাতা (Kolkata) উপহাইকমিশন থেকে শীর্ষ অফিসারদের ডেকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার দেশে ফিরেছেন কলকাতার মিশন প্রধান। অপরদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনারের আজ দেশে ফেরার কথা। বিদেশ মন্ত্রক সূত্রে এই কথা সামনে এসেছে। জানা গিয়েছে, উত্তেজনার মধ্যে কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়।
সেই নির্দেশ পেয়েই ঢাকায় ফেরেন শিকদার মো. আশরাফুর রহমান। ফিরেই তিনি বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। কলকাতার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বিদেশ মন্ত্রণালয়ের সিনিয়য় কর্মকর্তার কথায় ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকা ফিরে গিয়েছেন।
দেখুন অন্য খবর: