
কলকাতা: বিশ্বের প্রথম সারির দেশগুলি ব্যালট পেপারেই (Ballot Paper) ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে। কারণ ইভিএম (EVM) যন্ত্রের উপর সম্পূর্ণ ভরসা করে না তারা। ভারতে এখনও ভরসা সেই ইভিএম। মহারাষ্ট্রের এক গ্রামের মানুষ ইভিএম-এর ফল দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাঁরা ফের ব্যালটে ভোট করাতে নিজেরাই উদ্যোগী হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে গ্ৰেফতার হতে হয়েছে অনেককে।
মহারাষ্ট্রের (Maharashtra) শোলাপুর (Solapur) জেলার মারকড়বাদি গ্ৰামের ঘটনা। ইভিএম-এ ভোটের ফলাফলে বিস্মিত গ্ৰামবাসীরা নিজেরাই ব্যালট পেপার তৈরি করে গ্ৰামের লোকেদের ভোট দিতে বলেন। এই সময়ে পুলিশ এসে বাধা দেয়। এর পরেও গ্ৰামের লোকেরা নিজেদের তৈরি ব্যালট পেপারে ভোটগ্ৰহণে উদ্যোগী হলে পুলিশ সংগঠকদের গ্ৰেফতার করে।
আরও পড়ুন: আজই শপথ নেবেন সোরেন মন্ত্রিসভার সদস্যেরা
ওই গ্ৰামের এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) নেতা উত্তম জনকর সহ ৮৮ জন গ্ৰামবাসীকে গ্ৰেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নানা গুরুতর ধারায় মামলা করা হয়েছে। প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে উত্তম জনকর মালশিরাস কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।
জনকর এবং শোলাপুর জেলার ওই গ্ৰামের বাসিন্দারা ইভিএম ভোটের ফলাফলে বিস্মিত হয়ে নিজেদের গ্ৰামের জনমত যাচাইয়ে উদ্যোগী হয়েছিলেন। তা আটকাতে এত পুলিশি তৎপরতা কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
দেখুন অন্য খবর: